Puruliya News: পুরুলিয়ায় শাসক কোন্দল, পুরবোর্ড ভাঙায় মামলা | TMC Vs TMC
ABP Ananda LIVE: পুরুলিয়ায় শাসক কোন্দল প্রকাশ্যে। তৃণমূলে কাউন্সিলরদের একাংশের বিরোধিতায় তৃণমূল পরিচালিত রঘুনাথপুর পুরসভার বোর্ড ভেঙে প্রশাসকের দায়িত্ব দেওয়া হল মহকুমা শাসককে । যদিও পুরবোর্ড ভাঙার বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ১৩ জন কাউন্সিলর। ২৮ মে এই মামলার পরবর্তী শুনানি।
তামিলনাড়ুর সরকারি প্রতিষ্ঠানে তল্লাশির ঘটনায় সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
তামিলনাড়ুর সরকারি প্রতিষ্ঠানে তল্লাশির ঘটনায় সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ 'সব সীমা ছাড়িয়ে যাচ্ছে ইডি'। সম্প্রতি তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন (তাসম্যাক) নামক রাজ্য সরকার অধীনস্থ সংস্থার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। মাদ্রাজ হাইকোর্ট ওই মামলার তদন্তভার দিয়েছে ইডিকে। তদন্তভার পেয়েই ইডি তাসম্যাকের দপ্তরে হানা দিয়েছে। এবং গোটা সংস্থার বিরুদ্ধেই মামলা দায়ের করছে। গেটা সংস্থার বিরুদ্ধে কীভাবে কীভাবে ফৌজদারি মামলা দায়ের হতে পারে, তা নিয়েও প্রশ্ন তুলেছে সর্বোচ্চ আদালত। ওই দুর্নীতির অভিযোগে ইডির তদন্তেও স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত।