Rabindra Jayanti : রবীন্দ্রজয়ন্তীর আগেই রবীন্দ্র ওকাকুরা ভবনে অনুষ্ঠিত হল চিরন্তনী র কবি প্রণাম
ABP Ananda LIVE: কবি পক্ষ শুরু হতে চলেছে। ২৫ শে বৈশাখ থেকে রাজ্য তথা দেশ জুড়ে শুরু হবে কবিগুরুর জন্মদিন পালন। তার আগেই বুধবার সল্ট লেক সিটি সেন্টার এর পাশে রবীন্দ্র ওকাকুরা ভবনে অনুষ্ঠিত হল চিরন্তনী র কবি প্রণাম। মন্ত্রী সুজিত বসু ও বিধায়ক তথা মেয়র পারিষদ সদস্য দেবাশীষ কুমারের উপস্থিতিতে বিভিন্ন শিল্পীদের পরিবেশিত রবীন্দ্র সংগীত ও আবৃত্তির আবহে পালিত হল এই প্রাক রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান। আয়োজক সংস্থা চিরন্তনীর বর্ণালী দেবী বলেন, এই প্রতিষ্ঠান মূলত আবৃত্তি শিক্ষার। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকেন তারা।
পাকিস্তান সীমান্তে যুদ্ধের মধ্য়েই, সিঁদুরে মেঘ দেখা দিচ্ছে, আমাদের রাজ্য়ের সীমান্তগুলো নিয়েও
পাকিস্তান সীমান্তে যুদ্ধের মধ্য়েই, সিঁদুরে মেঘ দেখা দিচ্ছে, আমাদের রাজ্য়ের সীমান্তগুলো নিয়েও। যার মধ্য়ে রয়েছে উত্তরবঙ্গের চিকেন নেক। বাংলাদেশি জঙ্গিরা যা নিয়ে বারবার হুমকি দিয়েছে। এই পরিস্থিতিতে সীমান্তে নজরদারি আরও জোরদার করেছে বিএসএফ। প্রয়োজন পড়লেই যাতে ব্যবহার করা যায়, তৈরি রাখা হয়েছে ক্ষেপণাস্ত্র। আশপাশের গ্রামগুলিতে যাতে বাইরের কেউ সহজে ঢুকতে না পারে, বাড়ানো হয়েছে নজরদারি। শিলিগুড়ির ফুলবাড়ি, পানিট্যাঙ্কি নেপাল সীমান্ত থেকে করোনেশন ব্রিজ, সব জায়গায় বাড়ি বাড়ি ঘুরে গ্রামবাসীদের সঙ্গে কথা বলছে বিএসএফ। বাইরের কেউ এলেই সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় খবর দিতে বলা হয়েছে। জোর দেওয়া হয়েছে ইন্টালিজেন্সেও।