Mamata Banerjee:হেরিটেজ সম্মানপ্রাপ্তির ফলকে 'ব্রাত্য' রবীন্দ্রনাথ ঠাকুর, আন্দোলনের হুঁশিয়ারি মমতার
Continues below advertisement
ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের সম্মান পাওয়ার পরে বিশ্বভারতীর ক্যাম্পাস জুড়ে বসানো হয়েছে ফলক। সেই ফলকে আচার্য-প্রধানমন্ত্রী এবং উপাচার্যের নাম থাকলেও, নেই রবীন্দ্রনাথ ঠাকুরেরই নাম! যা নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। আর এই প্রেক্ষাপটেই মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কাল সকালের মধ্যে সম্মান-প্রাপ্তির ওই ফলকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম না রাখা হলে, আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
Continues below advertisement
Tags :
Shantiniketan Bangla News Heritage ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Live Tv Bengali ABP Ananda Bengali News Youtube ABP Ananda Youtube Bengal Politics Bengali Latest News - Bengali News /West Bengal ABP Ananda Youtube Channel