Rachana Banerjee: 'যেটা হয়েছে সেটা ভাল ঘটেনি', সোহম চক্রবর্তীর আচরণ নিয়ে মন্তব্য রচনার

Continues below advertisement

এবার সোহম চক্রবর্তীর আচরণের সমালোচনায় সরব হলেন, সদ্য় নির্বাচিত হুগলির তৃণমূল সাংসদ-অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। এর আগে তৃণমূলের অভিনেতা-বিধায়কের সমালোচনা করেছিলেন দেব ও বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। 

রচনা বলেন, কেউই কখনও সমর্থন করে না। কিন্তু সেই পরিপ্রেক্ষিতে, সেই পরিবেশে, কী ধরনের পরিস্থিতি হয়েছিল সেটা একমাত্র সোহম জানে।  আমি সেখানে উপস্থিত যেহেতু ছিলাম না, আমি সেই ব্যাপারে মন্তব্য করতে পারব না। কিন্তু যেটা হয়েছে সেটা ভাল ঘটেনি। যেটাই ঘটেছে সেটা ঠিক নয়। এর আগে, বীরভূমের তৃণমূল সাংসদ ও অভিনেত্রী শতাব্দী রায়ও পাশে দাঁড়াননি সোহমের।                                                                                         

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram