Raghunathganj News : ফের শাসকের দাদাগিরি! আদালতের নির্দেশে বেআইনি পাঁচিল ভাঙায় আক্রান্ত পরিবার
ABP Ananda Live : কালনার পর এবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ। ফের চোখে পড়ল শাসকের দাদাগিরি। আদালতের নির্দেশে বেআইনি পাঁচিল ভাঙায় শাসকের রোষ। নিজের জমিতে গড়ে ওঠা বেআইনি পাঁচিল ভেঙে হামলার শিকার হয় পরিবার। বাড়িতে ঢুকে মারধর এবং ভাঙচুর করা হয়েছে বলে জানা গিয়েছে। অভিযুক্ত তৃণমূলের উপপ্রধানের অনুগামীরা।
বর্ষায় হুগলিতে বাড়ছে ডেঙ্গি। বলাগড় ব্লকে ৩২ জন ডেঙ্গি আক্রান্ত। তার মধ্যে গুপ্তিপাড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে ২৪ জনের ডেঙ্গি ধরা পড়েছে। প্রশাসনের তরফে জোর দেওয়া হচ্ছে স্ক্রিনিংয়ে। বাড়ি বাড়ি গিয়ে রক্ত পরীক্ষা করার পাশাপাশি, সচেতন করার কাজ শুরু করেছেন স্বাস্থ্য দফতরের কর্মীরা। গতকাল স্ক্রিনিং ক্যাম্পে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। এর মধ্যেই ডেঙ্গি নিয়ে শুরু হয়েছে রাজনীতি। বিজেপির দাবি, বর্ষার আগেই ব্যবস্থা নিলে পরিস্থিতি এতটা খারাপ হত না। তৃণমূলের পাল্টা জবাব, প্রশাসন ব্যবস্থা নেওয়ায় এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।