Adhir Ranjan Chowdhury: রাহুলের 'ন্যায় যাত্রা'য় কোচবিহারে অধীর চৌধুরীর বিরুদ্ধে তৃণমূলের বিক্ষোভ
Continues below advertisement
ABP Ananda LIVE: কোচবিহারের(Cooch Behar) নানা জায়গায়, অধীর চৌধুরীর (Adhir Ranjan Chowdhury)বিরুদ্ধে, তৃণমূলের বিক্ষোভের(TMC Protest) ছবি কিছুক্ষণ আগেই আপনাদের দেখালাম। কিন্তু কেন প্রদেশ কংগ্রেস সভাপতিকেই(Congress) জোটের পথের একমাত্র কাঁটা বলে আক্রমণ করছে শাসক দল? অনেকেই বলছেন, এর আসল কারণ অধীরের লাগাতার তৃণমূল বিরোধিতাই। কয়েক মাস আগে, বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির দাবিও তুলেছিলেন অধীর চৌধুরী। পাল্টা সমানে-সমানে অধীরকে নিশানা করেছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।
Continues below advertisement