Rahul Gandhi: 'মণিপুর জ্বলছে, প্রধানমন্ত্রী হেসে হেসে সংসদে বলছেন !', প্রধানমন্ত্রীকে নিশানা রাহুল গাঁধীর | ABP Ananda LIVE
Continues below advertisement
মণিপুর নিয়ে ফের প্রধানমন্ত্রীকে নিশানা রাহুল গাঁধীর 'মণিপুর জ্বলছে, প্রধানমন্ত্রী হেসে হেসে সংসদে বলছেন!' 'এমন আচরণ প্রধানমন্ত্রীকে শোভা দেয় না' 'মণিপুর আজ একটা রাজ্য নয়, রাজ্য দুভাগে ভাগ হয়ে গিয়েছে' 'দেশে কী হচ্ছে জানেনই না প্রধানমন্ত্রী' 'সেনাকে মণিপুরের গন্ডগোল থামাতে বললে, দু'দিনে সব থেমে যায়' 'মণিপুর উনি জ্বালাতে চান, তাই এমন করছেন' 'রাজ্য হিসেবে মণিপুর আর বেঁচে নেই, মণিপুরকে মেরে ফেলা হয়েছে' 'প্রধানমন্ত্রীর ভাষণ জুড়ে ছিল শুধু নিজের কথা, নরেন্দ্র মোদির কথা' 'আমাদের লক্ষ্য মণিপুরে চলা হিংসাকে আটকানো, তা যে অস্ত্রেই হোক না কেন'
Continues below advertisement