Rahul Gandhi Bharat Nyay Yatra: দ্বাদশ দিনে রাহুলের ন্যায় যাত্রা, অসম থেকে আজ বাংলায় ঢুকছে তাঁর কনভয়
Continues below advertisement
ABP Ananda LIVE: দ্বাদশ দিনে রাহুলের (Rahul gandhi)ন্যায় যাত্রা (Bharat Nyay Yatra) । অসম থেকে আজ বাংলায়(West Bengal) ঢুকছে তাঁর কনভয়। একবারও না জানানোর অভিযোগ মমতার (Mamata Banerjee)। 'সবাই জানে শুধু উনি ছাড়া', কটাক্ষ বাম-কংগ্রেসের। আজ বাংলায় রাহুল (rahul Gandhi)বিশ বাঁও জলে বাংলায় জোট। রাহুলের বার্তা সরাসরি খারিজ করে একলা চলোর ডাক মমতার। 'বাংলায় কোনও সম্পর্ক নেই', মন্তব্য মমতা। জোট নিয়ে মমতার হুঙ্কার। বিশ্বাসঘাতক বলে আক্রমণে প্রদেশ কংগ্রেস। পাল্টা দ্বিচারিতার অভিযোগ কুণাল। জোটের কফিনে পেরেক, কটাক্ষ বিজেপির।
Continues below advertisement
Tags :
Rahul Gandhi Congress ABP Ananda Lok Sabha Election 2024 Lok Sabha Elections 2024 Rahul Gandhi Bharat Nyay Yatra