Rahul Gandhi: 'বাংলায় বারবার বাধার মুখে পড়েছেন রাহুল গাঁধী', মন্তব্য অধীর চৌধুরীর। ABP Ananda Live
Continues below advertisement
West Bengal News: বিহার (Bihar) থেকে বাংলায় ঢোকার পর ভাঙল রাহুল গান্ধীর (Rahul Gandhi) গাড়ির কাচ। পিছন থেকে ঢিল মেরে গাড়ির কাচ ভেঙে দেওয়ার অভিযোগ করেছেন অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhuri)। প্রদেশ কংগ্রেস সভাপতির অভিযোগ, কোচবিহার (Coochbehar) থেকে শুরু করে বাংলায় বারবার বাধার মুখে পড়েছেন রাহুল গান্ধী। তিনি অপমানিত হয়েছেন। অতিথিকে সম্মান দেখানো বাংলার সংস্কৃতি, মন্তব্য অধীরের। তাঁর দাবি, রাহুলের যাত্রা পথে তাঁর ছবি দেওয়া পোস্টার, ফেস্টুনের ওপর ওপর টাঙিয়ে দেওয়া হচ্ছে অন্য দলের পতাকা। এদিন বিহারের কাটিহার থেকে হরিশ্চন্দ্রপুরে ঢোকে রাহুলের ন্যায় যাত্রা। হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় দিল্লি দেওয়ানগঞ্জের কাছে ঢিল ছুড়ে রাহুলের গাড়ির পিছনের কাচ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। ABP Ananda Live
Continues below advertisement
Tags :
Rahul Gandhi Lok Sabha Election 2024 Lok Sabha Elections 2024 CONGRESS Bharat Nyay Yatra Bharat Nyay Yatra Date Congress Bharat Nyay Yatra Bharat Nyay Yatra Manipur Bharat Nyay Yatra Mumbai Gandhi Bharat Nyay Yatra