Adani issue: আদানি প্রসঙ্গে মুখ খুললেন রাহুল
আদানি (Adani) প্রসঙ্গে মুখ খুললেন রাহুল (Rahul Gandhi)। আদানি ইস্যুতে সংসদে তুলকালাম। দুপুর পর্যন্ত মুলতুবি লোকসভা-রাজ্যসভা। বাজার খুলতে আজও পড়ছে আদানি সংস্থার শেয়ারের মূল্য। আদানি ইস্যুতে দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি কংগ্রেসের (Congress)। সংসদে রণকৌশল ঠিক করতে বিরোধীদের বৈঠকে গেল না তৃণমূল (TMC)। ধর্নায় সামিল শান্তনুরা।