Rahul Gandhi: নীতীশ কুমারের ডিগবাজির পরদিনই বাংলা থেকে বিহারে রাহুল গাঁধীর ন্যায় যাত্রা
নীতীশ কুমারের ডিগবাজির পরদিনই বাংলা থেকে বিহারে রাহুল গাঁধীর ন্যায় যাত্রা।বিহারে পৌঁছেও নীতীশ কুমারের নাম মুখে আনলেন রাহুল। ঘৃণার রাজনীতির অভিযোগ তুলে নিশানা করলেন আরএসএস-বিজেপিকে। মণিপুর ইস্যুতে আক্রমণ করলেন প্রধানমন্ত্রীকেও। ৩১ জানুয়ারি, মালদার সুজাপুর থেকে ফের শুরু হবে বাংলায় রাহুল গান্ধীর দ্বিতীয় পর্যায়ের ন্যায় যাত্রা।