Rahul Gandhi: এটা আসলে মোদিজির কল্পনার সমীক্ষা, Exit Poll নিয়ে কী মন্তব্য রাহুলের ? | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: কেন্দ্রে ফের নরেন্দ্র মোদি সরকারের প্রত্যাবর্তন ঘটছে বলে ইঙ্গিত মিলেছে বুথফেরত সমীক্ষায়। কিন্তু সেই সমীক্ষার রিপোর্ট কার্যতই উড়িয়ে দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। তাঁর সাফ বক্তব্য, "এটাকে বুথফেরত সমীক্ষা বলে না, এটাকে মোদি-মিডিয়ার সমীক্ষা বলা উচিত। এটা আসলে মোদিজির কল্পনার সমীক্ষা।" বুথফেরত সমীক্ষায় I.N.D.I.A জোট ১৮০টির মতো আসন পেতে পারে বলে যে রিপোর্ট এসেছে, তাও খারিজ করে দেন রাহুল। জানান, I.N.D.I.A জোট ২৯৫টি আসন পেতে চলেছে। 

লোকসভা নির্বাচনের ফল ঘোষণায় এখনও দু'দিন বাকি, তার আগে সমস্ত বুথফেরত সমীক্ষায় কেন্দ্রে ফের মোদি সরকারের প্রত্যাবর্তনের ইঙ্গিত মিলেছে। মোটামুটি ভাবে ৪০০-র কাছাকাছি আসন নিয়ে বিজেপি নেতৃত্বাধীন NDA জোট কেন্দ্রে ফের ক্ষমতায় ফিরছে বলে ধরা পড়েছে একাধিক সমীক্ষাতেই। কিন্তু এই বুথফেরত সমীক্ষাকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি বিরোধী I.N.D.I.A জোট। তাদের মতে, ফলাফল ঘোষণার আগেই বিজেপি জিতছে বলে দেশবাসীর মনে ধারণা বদ্ধমূল করে তোলার চেষ্টা চলছে। বুথফেরত সমীক্ষার সঙ্গে বাস্তব ফলাফলের ফারাক ৪ জুনই বোঝা যাবে বলে দাবি করছে I.N.D.I.A জোট। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram