Rahul Gandhi: এবার পুঞ্চে গিয়ে পাকিস্তানের শেলিংয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করলেন রাহুল গান্ধী
ABP Ananda LIVE: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ছুটে গেছিলেন আহতদের সঙ্গে দেখা করতে। এবার পুঞ্চে গিয়ে পাকিস্তানের শেলিংয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করলেন কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কথা বললেন স্থানীয় মানুষদের সঙ্গে। তাঁদের অভাব অভিযোগের কথা শুনলেন। বললেন, ক্ষতিগ্রস্তদের কথা জাতীয় স্তরে তুলে ধরবেন। রাহুল গান্ধীকে আক্রমণ করেছে বিজেপি।
আরও খবর...
বরানগরে প্রোমোটিং বিবাদে তৃণমূল 'বনাম' তৃণমূল। কল রেকর্ডিং প্রকাশ্যে এনে অভিযোগ বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। 'এলাকায় প্রোমোটিং নিয়ে INTTUC নেতা ও যুব তৃণমূলকর্মীর বিবাদ। INTTUC নেতা ও যুব তৃণমূলকর্মী দু'জনই তোলাবাজ। কে কত ক্ষীর খাবে সেই নিয়ে INTTUC নেতা ও যুব তৃণমূলকর্মীর বিবাদ', ২ জনের কথোপকথনের অডিও প্রকাশ করে দাবি বিজেপি নেতা সজল ঘোষের। 'INTTUC নেতা শঙ্কর রাউতের সঙ্গে কথোপকথনের অডিও', কল রেকর্ডিংয়ের সত্যতা স্বীকার যুব তৃণমূলকর্মী রাহুল জানার। এলাকার লোকেদের ভয় দেখান INTTUC নেতা, অভিযোগ যুব তৃণমূলকর্মীর । মন্তব্যে নারাজ অভিযুক্ত INTTUC নেতা শঙ্কর রাউত