Rahul Sinha : 'অনুব্রত-মানিককে কেন সাসপেন্ড নয়', অভিষেককে পাল্টা রাহুল সিন্হার
দুর্নীতি ইস্যুতে ফের দলকে কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বললেন, "মহাসচিবকেও সাসপেন্ড করার আগে এই দল দু'বার ভাবেনি। মনোরঞ্জন পাত্র কার্যত দোষী সাব্যস্ত হওয়ার পরও সিপিএম মাথায় তুলে রেখেছে। যাঁরা টাকা নিতে গিয়ে ক্যামেরায় ধরা পড়েছে, বিজেপি তাঁদের বড় পদ দিয়েছে। তৃণমূলে কেউ দুর্নীতিতে যুক্ত প্রমাণিত হলে তাঁকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়।" জামালপুরে তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।