Rahul Sinha: 'ববি হাকিমকে দিয়ে জঞ্জাল পরিষ্কার করান', ডেঙ্গি পরিস্থিতিতে তোপ রাহুল সিনহার
ভরা হেমন্তেও ছড়াচ্ছে ডেঙ্গি। তাও ফেরেনি হুঁশ! জোড়াবাগান এলাকায় ২৪ নম্বর ওয়ার্ডের নিমতলা ঘাট স্ট্রিটে পরিত্যক্ত জমিতে জঞ্জালের স্তূপ! স্থানীয় বাসিন্দাদের দাবি, ডেঙ্গির জীবাণুবাহী মশার আঁতুড়ঘর তৈরি হয়েছে ওই জায়গা। পরিত্যক্ত জমির মালিককে চিহ্নিত করে আবর্জনা পরিষ্কারের দাবিতে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ। আধঘণ্টা পথ অবরোধ। তৃণমূল কাউন্সিলর ইলোরা সাহা জানিয়েছেন, জমিটি ব্যক্তিগত মালিকানাধীন, সেই কারণে পুরসভার তরফে পরিষ্কার করা সম্ভব হচ্ছে না।
Tags :
Bangla News Bangla News Live Rahul Sinha Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News