Rahul Sinha: ‘সরকারটা থাকার কি মানে আছে?’ প্রশ্ন রাহুল সিনহার।Bangla News
Continues below advertisement
তৃণমূল সরকারের একাদশতম বর্ষপূর্তির আগে কলকাতা জুড়ে বিজেপির হোর্ডিং। বর্ষপূর্তি উপলক্ষে শাসক দলের কর্মসূচিকে কটাক্ষ করে গেরুয়া শিবিরের তরফে ভোট পরবর্তী হিংসার বর্ষপূর্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংকল্প সপ্তাহ পালনের ডাক দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে কটাক্ষ করে রাহুল সিনহা বলেন, “যদি বিন্দুমাত্র লজ্জা থাকত তাহলে এরম কথা বলত না। ওঁদেরই সাংসদ বলছে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী থাকতে একটিও মহিলার ওপর অত্যাচার হবে কেন? কিন্তু মহিলাদের ওপর অত্যাচারে পশ্চিমবঙ্গ আজ চ্যাম্পিয়ন হয়ে গেছে দেশের মধ্যে। এত বড় লজ্জার কথা যে রাজ্যে আদালত রাজ্য সরকারের ওপর ভরসা রাখতে পারে না। আদালত বারবার সিবিআই তদন্তের নির্দেশ দেয়, তাহলে সরকারটা থাকার কি মানে আছে?”
Continues below advertisement
Tags :
TMC BJP ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Kalyan Banerjee BJP Hoarding এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ তৃণমূল বিজেপি রাহুল সিনহা কলকাতায় বিজেপির হোর্ডিং TMC’s Eleventh Anniversary Kolkata BJP Hoarding তৃণমূলের একাদশতম বর্ষপূর্তি Rahun Sinha