CBI: ওএমআর শিট মূল্যায়নকারী সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানির ৬ ঠিকানায় তল্লাশি। ABP Ananda Live

CBI: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর সিবিআই (CBI)। ওএমআর শিট মূল্যায়নকারী সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানির (S. Basu Roy & Company) ৬ ঠিকানায় তল্লাশি।হাওড়ার দাশনগর ও জগাছায় তল্লাশি সিবিআইয়ের। সংস্থার দুই অংশীদার পার্থ সেন (Partha Sen) ও কৌশিক মাজির (Koushik Maji) বাড়িতে অভিযান। এর আগে কৌশিক মাজিকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। 'কার মাধ্যমে তাঁদের সংস্থাকে ওএমআর শিট মূল্যায়নের বরাত দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ?' 'চুক্তিতে কী কী ছিল? পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যর সঙ্গে কতবার বৈঠক হয়?' 'বিশেষ সুবিধা দেওয়ার জন্য নির্দিষ্ট কোনও চাকরিপ্রার্থীদের তালিকা পাঠানো হয়েছিল কি?' 'ওএমআর শিট মূল্যায়নের ক্ষেত্রে কেউ কি প্রভাব খাটাতেন?''ফোন বা মেসেজের মাধ্যমে বিশেষ কোনও বার্তা দেওয়া হত কি?' জানতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার? : সূত্র 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola