Raiganj: রায়গঞ্জের ঘড়ি মোড়ে বিক্ষোভ বাম-কংগ্রেসের,উপনির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ
ABP Ananda Live: রায়গঞ্জে উপনির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছিল গতকাল অর্থাৎ ১০ জুলাই ভোটের দিনই। প্রতিবাদে সরব হয়ে পথে নামে বাম-কংগ্রেস। রায়গঞ্জে ঘড়ি মোড় অবরোধ করে বিক্ষোভ দেখান বাম-কংগ্রেস সমর্থকরা।
দিল্লিতে অমিত শাহ-শুভেন্দু অধিকারী বৈঠক। রাজ্যে একের পর এক হিংসা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নালিশ। চোপড়ার তাজমুল ওরফে জেসিবি থেকে আড়িয়াদহর জয়ন্ত সিংহ, মহিলাদের উপর তৃণমূল নেতাদের অত্যাচারের কথা শুনেছেন অমিত শাহ। ভোট পরবর্তী হিংসার বিষয়ে জানতে চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আক্রান্তদের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। চোপড়া, আড়িয়াদহ কোচবিহার, বাঁকড়ার ফুটেজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দিয়েছি, সোশাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তৃণমূল এবং বিজেপি নেতা কল্য়াণ চৌবের কাজিয়া থামার কোনও লক্ষণ নেই। মঙ্গলবার অডিও ক্লিপ সামনে এনে, কল্য়াণ চৌবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন কুণাল ঘোষ। যার পাল্টা জবাব দেন কল্য়াণও। এরপর এবিপি আনন্দর ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে কল্য়াণ চৌবেকে কটাক্ষ করেন তৃণমূলের মুখপাত্র ঋজু দত্ত। তা নিয়েও বুধবার মুখ খুলেছেন কল্য়াণ চৌবে।