
Raiganj: মালদার পর এবার রায়গঞ্জে তৃণমূল নেতাকে 'হত্যার হুমকি' | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ফের তৃণমূল নেতাকে 'খুনের হুমকি'। মালদার পর এবার রায়গঞ্জে 'খুনের হুমকি' । রায়গঞ্জ পুরসভার পুর-প্রশাসক সন্দীপ বিশ্বাসকে ফোনে 'হুমকি' । রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের । ২ দেহরক্ষী থাকা সত্ত্বেও খুনের হুমকি : সন্দীপ বিশ্বাস । নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, কটাক্ষ বিজেপির
অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে FIR- এর প্রতিবাদে, পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত পরিবর্তন
মেদিনীপুর মেডিক্য়ালে প্রসূতি মৃত্য়ুর ঘটনায় ১২ জন চিকিৎসককে সাসপেন্ড। অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে FIR- এর প্রতিবাদে, পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত পরিবর্তন। পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত থেকে পিছু হটল মেদিনীপুর মেডিক্য়ালের জুনিয়র চিকিৎসকরা। হাসপাতালে চালু রয়েছে জরুরি পরিষেবা এবং ওপিডি। মেদিনীপুর মেডিক্যালে গিয়ে পৌঁছল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট ও সিনিয়র চিকিৎসকদের সংগঠন।
ফের শহরে অগ্নিকাণ্ড। আগুনের জেরে ঘন জনবসতিপূর্ণ এলাকায় আতঙ্ক। ৯ নং হাঙ্গারফোর্ড স্ট্রিটে আবাসনে আগুন। আবাসনের ছাদে আগুন। আগুন নেভাতে লড়াই দমকলের ৮টি ইঞ্জিনের। এদিকে ঘটনাস্থল থেকে কয়েকহাত দূরেই শহরের নামী হাসপাতাল। স্কুল তার পাশেই দক্ষিণ কলকাতার একটি আবাসনের ছাদে ছড়িয়ে পড়ল আগুন। বলাইবাহুল্য, আগুনের জেরে এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। আবাসন থেকে বের করা হচ্ছে বাসিন্দাদের।