Raigunj: গরুর গাড়ি ছেড়ে ছুটল উন্মত্ত বলদ, গুঁতোয় জখম হয়ে মৃত্যু
Continues below advertisement
মালবাজারে বিসর্জনে বিপর্যয়ের পরেও ফেরেনি হুঁশ। এবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে পুজো কার্নিভালে দুর্ঘটনা। গরুর গাড়ি ছেড়ে ছুটল উন্মত্ত বলদ। উন্মত্ত বলদের গুঁতোয় জখম হয়ে একজনের মৃত্যু। স্থানীয় সূত্রে খবর, গরুর গাড়ি নিয়ে শোভাযাত্রা চলাকালীন ক্ষিপ্ত হয়ে ওঠে একটি বলদ। দড়ি ছিঁড়ে বেরিয়ে, এলোপাথাড়ি ছুটোছুটি শুরু করে। তার শিংয়ের গুঁতোয় অনেকে আহত হন। গাড়ি থেকে পড়ে যায় প্রতিমা। আহতদের রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর, রাতে সাধন কর্মকার নামে বছর পঁয়ষট্টির এক ব্যক্তির মৃত্যু হয়। পুজো কার্নিভালে অংশ নিতে এসেছিলেন ওই ব্যক্তি। মালবাজারের ঘটনার পরেও কার্নিভাল নিয়ে কেন সতর্ক হল না প্রশাসন, তা নিয়ে উঠছে প্রশ্ন।
Continues below advertisement
Tags :
Bangla News Bangla News Live Raigunj Durga Pujo Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Bull Attack