Bankura Train Accident: বাঁকুড়ার ওন্দায় রেল দুর্ঘটনা, ইঞ্জিন সহ ৬টি বগি লাইনচ্যুত
ফের লুপ লাইনে ঢুকে পড়ল ট্রেন (Train)। পিছন থেকে সজোরে ধাক্কা মারল মালগাড়িকে। এবার রেল দুর্ঘটনা (Train Accident) বাঁকুড়ার (Bankura) ওন্দায়। হতাহতের কোনও খবর না থাকলেও ইঞ্জিন সহ ৬টি বগি লাইনচ্যুত। ব্যাহত ট্রেন চলাচল। চরম দুর্ভোগ যাত্রীদের। চালকের ভুলেই দুর্ঘটনা, জানালেন আদ্রা ডিভিশনের ডিআরএম।