Indian Rail: ছুটির দিনে বীরভূমের মুরারইতে রেল অবরোধ, আটকে বন্দে ভারত। ABP Ananda Live
Continues below advertisement
ছুটির দিনে বীরভূমের (Birbhum) মুরারইতে রেল অবরোধ। স্টপেজ বাড়ানো-সহ একাধিক দাবিতে মুরারই স্টেশনে (Muraroi Station) রেললাইনে বসে বিক্ষোভ নিত্যযাত্রীদের সংগঠন মুরারই নাগরিক কমিটির। অবরোধের (Rail Blockade) জেরে আটকে পড়েছে মুরারই স্টেশনে আটকে সাহেবগঞ্জ-রামপুরহাট প্যাসেঞ্জার এবং নলহাটি স্টেশনে আটকে পড়েছে নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। বিক্ষোভকারীদের দাবি, করোনাকালে মুরারই স্টেশনে বেশ কিছু ট্রেনের স্টপেজ তুলে দেয় রেল কর্তৃপক্ষ। করোনার পরেও বহু ট্রেন দাঁড়াচ্ছে না বলে নিত্যযাত্রীদের অভিযোগ। রেল পুলিশের (Rail Police) বিশাল পুলিশ বাহিনী বিক্ষোভস্থলে পৌঁছেছে। সুরাহা না হলে অবরোধ তোলা হবে না বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। অবরোধের জেরে ভোগান্তির শিকার অন্য যাত্রীরা।
Continues below advertisement