Rail Blockade: ২৪ ঘণ্টা অতিক্রম করার পরও পুরুলিয়ার কুস্তাউর স্টেশনে রেল অবরোধ অব্যাহত। Bangla News
Continues below advertisement
২৪ ঘণ্টা অতিক্রম করার পরও পুরুলিয়ার কুস্তাউর স্টেশনে রেল অবরোধ অব্যাহত। আদ্রা ডিভিশনের তরফে ১১টি প্যাসেঞ্জার ও মেল এক্সপ্রেস ট্রেন বাতিল করেছে
৬টি এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। ৭টি প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেনের রুট সংক্ষিপ্ত করা হয়েছে । অবরোধে চরম হয়রানির শিকার যাত্রীরা । অবরোধ চলছে পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতেও। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে আরপিএফ ও জিআরপি । অবরোধের জেরে সবথেকে বেশি প্রভাব পড়েছে খড়গপুর শাখায়
বাতিল হয়েছে ইস্পাত এক্সপ্রেস, হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। বাতিল হয়েছে হাওড়া-মুম্বই দুরন্ত এক্সপ্রেস, টাটানগর-হাওড়া স্টিল এক্সপ্রেস। বাতিল হয়েছে রাঁচি-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসও
Continues below advertisement
Tags :
Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Rail Blockade