Rail Blockade : রেল অবরোধের জেরে বাতিল একাধিক ট্রেন, জানুন তালিকা
Continues below advertisement
রেল অবরোধের ( Rail Blockade ) জেরে প্রভাব পড়েছে দূরপাল্লার ট্রেন ( train ) চলাচলে।
বাতিল করা হয়েছে টাটানগর-দানাপুর এক্সপ্রেস।
ঘুরপথে চলছে মুম্বই-হাওড়া মেল, বিলাসপুর-পাটনা এক্সপ্রেস, আনন্দবিহার-পুরী এক্সপ্রেস।
রেল অবরোধের জেরে আরও ট্রেন বাতিল ও ঘুরপথে চালানো হতে পারে ।
সামসি স্টেশনে দাঁড়িয়ে আছে ডাউন শতাব্দী এক্সপ্রেস।
কুমারগ্রাম স্টেশনে দাঁড়িয়ে আছে কুলিক এক্সপ্রেস।
একলাখি স্টেশনে দাঁডি়য়ে আছে তেভাগা এক্সপ্রেস।
Continues below advertisement