Rail Blockade: সুভাষগ্রাম স্টেশনে রেল অবরোধ, চরমে যাত্রী দুর্ভোগ | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: শিয়ালদা দক্ষিণ শাখার সুভাষগ্রাম স্টেশনে রেল অবরোধ। যাত্রীদের অভিযোগ, প্রতিদিন ট্রেন দেরিতে আসে, সেই কারণে স্টেশনে ভিড় থাকায় অনেকে ট্রেনে উঠতে পারেন না। ট্রেনের সংখ্যা বাড়ানোর আবেদন জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। প্রতিবাদে সকাল সাড়ে ৭টা থেকে সুভাষগ্রাম স্টেশনে রেল অবরোধ করেন যাত্রীরা। বারুইপুর, লক্ষ্মীকান্তপুর, নামখানা, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ লাইনে আটকে পড়েছে একাধিক ট্রেন। দুর্ভোগের শিকার অন্য যাত্রীরা। ঘটনাস্থলে GRP ও সোনারপুর থানার পুলিশ।

আর জি কর কাণ্ডে তৃণমূল নেতা কুণাল ঘোষের ইঙ্গিতপূর্ণ পোস্ট। মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেকের ছবি দিয়ে পোস্ট কুণাল ঘোষের। দোষীদের ফাঁসির দাবি জানানোর পাশাপাশি বিরোধীদের চক্রান্তের প্রসঙ্গ পোস্টে । এসব রুখতে লড়াইতে সেনাপতি অভিষেককেও সক্রিয়ভাবে সামনে চাই, পোস্ট কুণালের। 'আমাদেরও কিছু ভুল শুধরে সঠিক পদক্ষেপে সব চক্রান্ত ভাঙতেই হবে'। কুণাল ঘোষের পোস্টে রাজনৈতিক মহলে জল্পনা

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram