Howrah Rail Service:লিলুয়া স্টেশনের কাছে লাইনচ্যুত লোকাল ট্রেন, হাওড়া মেন লাইনে ব্যাহত পরিষেবা।ABP Ananda LIVE
পূর্ব রেলের হাওড়া মেন লাইনে ব্যাহত ট্রেন পরিষেবা, ডাউন লাইনে বন্ধ ট্রেন চলাচল। লিলুয়া স্টেশনের কাছে লোকাল ট্রেন লাইনচ্যুত হওয়ায় বিপত্তি। সকাল ৭.১০ নাগাদ শেওড়াফুলি থেকে আসা খালি লোকাল ট্রেনের একটি কামরা লাইনচ্যুত হয়। ঘটনাস্থলে রেলের উচ্চ পদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়াররা পৌঁছেছেন। লাইনচ্যুত কামরা ট্র্যাকে তোলার কাজ শুরু হয়েছে। গোটা ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে পূর্ব রেলের তরফে। গত কাল, আবার, 'রেমাল' বিপর্যয়ের প্রভাব পড়েছিল ট্রেন চলাচলে। সকাল থেকে শিয়ালদা দক্ষিণে বন্ধ ছিল ট্রেন। পরে, সকাল ৯টার পর ট্রেন ছাড়ার ঘোষণা হয়। অন্য দিকে, রেমালের জেরে প্রবল বৃষ্টি, পার্ক স্ট্রিট-এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের মধ্যে জল জল জমায় ব্যাহত হয়েছিল মেট্রো পরিষেবাও। গোটা শহরের ছবিই কার্যত উল্টেপাল্টে গিয়েছিল গত কাল। সল্টলেকের AA ব্লক, AC ব্লক, FD ব্লক-সহ বিভিন্ন জায়গায় গাছ উপড়ে পড়ায় রাস্তা বন্ধ হয়ে যায়। যাতায়াতে সমস্যায় পড়েন বাসিন্দারা। ঘুরপথে যাতায়াত করতে হয়। দীর্ঘক্ষণ কেটে গেলেও পুরসভার তরফে রাস্তা পরিষ্কার না হওয়ায় ক্ষুব্ধ সল্টলেকের বাসিন্দারা। কম-বেশি একই রকম দুর্ভোগ কলকাতার উত্তর থেকে দক্ষিণে।