Ashwini Vaishnaw: 'রাজ্য চাইছে না রেল প্রকল্প হোক', দাবি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের

Continues below advertisement

ABP Ananda LIVE: 'আমরা বাংলায় কোনও জমি পাই না'। 'নন্দীগ্রাম(Nandigram) ও বালুরঘাটের (Balurghat)প্রকল্প নিয়ে রাজ্যকে বারবার চিঠি দেওয়া হয়েছে'। 'রাজ্য চাইছে না রেল প্রকল্প হোক', দাবি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের'। 'ইউপিএ আমলে বাংলার রেলমন্ত্রী থাকলেও কম বরাদ্দ পেত রাজ্য'। এবছর রেলে বাংলার জন্য বরাদ্দ বেড়ে হয়েছে১৩ হাজার ৮১০ কোটি টাকা। রাজ্য সরকার রেল প্রকল্প নিয়ে আগ্রহী নয়। উন্নয়নের ক্ষেত্রে রাজনীতির ঊর্ধে উঠতে না পারলে কাজ করা মুশকিল, রাজ্য সরকারকে নিশানা রেলমন্ত্রীর(Ashwini Vaishnaw)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram