Landslide: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, একাধিক জায়গায় ধস নেমে আটকে পর্যটকরা | Bangla News

Continues below advertisement

বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়। গত ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টি পাহাড়ে। শিলিগুড়িতে বৃষ্টি হয়েছে ২৪৫ মিলিমিটার। দার্জিলিঙে বৃষ্টি হয়েছে ২৩৪ মিলিমিটার। কালিম্পঙে বৃষ্টির পরিমাণ ১৯৯ মিলিমিটার। গ্যাংটকে বৃষ্টি হয়েছে ১৩০ মিলিমিটার। প্রবল বৃষ্টিতে পাহাড়ের একাধিক জায়গায় ধস। বিপর্যস্ত জনজীবন। আটকে পড়েছেন পর্যটকরা। কালিম্পঙে মেঘ ফেটে বৃষ্টি। তিস্তার জলে ডুবে গিয়েছে পাহাড়ি রাস্তাও। সেবকের কাছে আটকে দেওয়া হচ্ছে গাড়ি। কালিম্পং ও গ্যাংটকগামী ১০ নম্বর জাতীয় সড়কের তিনমাইল ও ২৯ মাইলে ধস নামে। ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। মংপুতে রাস্তায় গাছ উপড়ে শিলিগুড়ি-কালিম্পং যোগাযোগ বিচ্ছিন্ন। জলমগ্ন হয়ে পড়েছে শ্বেতিপুল এলাকা। মহানদীর কাছে কার্শিয়ং থেকে সুকনাগামী ৫৫ নম্বর জাতীয় সড়কেও ধস নেমেছে। তবে খোলা রয়েছে রোহিণী রোড, পাঙ্খাবাড়ি রোড। মানেভঞ্জন থেকে রিমবিক রোডগামী রাস্তায় ভেঙে পড়েছে সেতু। মাটিগাড়ায় ৩১ নম্বর জাতীয় সড়কে বালাসন নদীর ওপর সেতুতে ফাটল ধরায় বন্ধ যান চলাচল। লাভা-আলগাড়া রোডও বন্ধ। আটকে পড়েছে পর্যটকদের গাড়ি। অতিবৃষ্টির জেরে দার্জিলিং স্টেশনের কাছেও পাহাড়ি রাস্তায় ধস নেমেছে। কার্শিয়ং পুর এলাকায় ধসে ক্ষতিগ্রস্ত একটি বাড়ি। তবে হতাহতের কোনও খবর নেই। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram