Poila Boisakh: পয়লা বৈশাখের সকালে আমজনতার জন্য খোলা হবে রাজভবনের সিংহদুয়ার

Continues below advertisement

Poila Boisakh: পয়লা বৈশাখের সকাল থেকে রাজভবন (Raj Bhawan) পরিচিত হবে জন রাজভবন হিসেবে। সকাল সাড়ে ১০টা থেকে আম জনতার জন্য রাজভবনের সিংহদুয়ার। রাজভবনের বেসমেন্টের পুরোটাই দেখতে দেওয়া হবে সাধারণ মানুষকে। ফিটন গাড়ি, বিভিন্ন মূর্তি, গ্রন্থাগারের পাশাপাশি সুইমিং পুল, ব্রিজ, এবার থেকে সবই দেখতে পারবে আম জনতা। তার আগে সকালে NCC-র তরফে শান্তির বার্তা নিয়ে দৌড় শুরু হয়। এরপর সাইকেল র‍্যালিতে অংশ নেন ২০০ জন। ভারতীয় জাদুঘরের সঙ্গে যৌথ উদ্যোগে আজ হেরিটেজ ওয়াকের আয়োজন করা হয়েছে। প্রত্যেক রাজ্যের প্রতিনিধি ছাড়াও কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও দারিদ্রসীমার নীচে থাকা শিশুরা এই হেরিটেজ ওয়াকে অংশ নেবে। তারপরেই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে রাজভবন। বিকেলে পয়লা বৈশাখের বিশেষ অনুষ্ঠান রয়েছে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram