Rajasthan Congress : সচিন পায়লটের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা, ইস্তফাপত্র জমা গহলৌত গোষ্ঠীর বিধায়কদের
Continues below advertisement
অশোক গহলৌত যদি কংগ্রেস সভাপতি হন, তাহলে কে হবেন রাজস্থানের মুখ্যমন্ত্রী? এই প্রশ্নের মাঝেই প্রকাশ্যে রাজস্থান কংগ্রেসে বিদ্রোহ। সচিন পায়লটের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে স্পিকারের কাছে ইস্তফাপত্র জমা দিলেন গহলৌত গোষ্ঠীর বিধায়করা। তাঁদের সাফ বক্তব্য, পায়লটকে তাঁরা মুখ্যমন্ত্রী হিসেবে মানতে পারবেন না। এরপর বাসে করে স্পিকারের কাছে গিয়ে ইস্তফা দেন বিদ্রোহী বিধায়করা। তাঁদের মধ্যে কয়েকজন নির্দল বিধায়কও আছেন বলে সূত্রের খবর। কংগ্রেস বিধায়কদের সঙ্গে কথা বলবেন সনিয়া গাঁধী, জানালেন অজয় মাকেন।
Continues below advertisement
Tags :
Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Ashokgehlot Rajasthancongresscrisis