Sayantika Banerjee: কাটল শপথ-জট ? আজ কি শপথ নিতে পারবেন সায়ন্তিকা, রেয়াত হোসেন সরকার?

ABP Ananda LIVE: আজ কি শপথ নিতে পারবেন সায়ন্তিকা, রেয়াত হোসেন সরকার? রাজ্যপাল ডেপুটি স্পিকারকে দায়িত্ব দিলেও তৈরি হয়েছে নতুন জট। শপথগ্রহণ করাবেন না বলে জানিয়ে দিয়েছেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় আজ বসছে বিশেষ অধিবেশন। বরানগর ও ভগবানগোলা উপনির্বাচনে জেতার পরেও শপথ ঘিরে জটিলতা।

ভর সন্ধেয় একেবারে ঘরে ঢুকে লুঠপাটের চেষ্টা! বাধা দিতেই আগ্নেয়াস্ত্র থেকে ছুটল গুলি। চাঞ্চল্যকর অভিযোগ খাস কলকাতার লেক অ্যাভিনিউর মতো অভিজাত এলাকায়! সিসিটিভির নজরদারি আর নিরাপত্তারক্ষীদের নজর থাকা সত্ত্বেও, একেবারে গৃহস্থের দরজায় পৌঁছে গেল দুষ্কৃতীদল! লেক অ্যাভিনিউর ঝাঁ চকচকে ন'তলা আবাসনের একেবারে ওপরতলায় সস্ত্রীক থাকেন ব্যবসায়ী দেবাশিস দে। তাঁর অভিযোগ, দুই দুষ্কৃতীকে সঙ্গে নিয়ে এসেছিলেন পরিচিত সাফাইকর্মী। ফ্ল্যাটের গেট খুলতেই তাঁর গলা টিপে ধরা হয়। অভিযোগ টেপ দিয়ে ব্যবসায়ীর মুখ বন্ধ করার চেষ্টা করে দুষ্কৃতীরা। 

মধ্যরাতে ঘুমের মধ্যে বাড়িতে আগুন, পুড়ে মৃত্যু মা ও চার বছরের ছেলের। আগুনে পুড়ে গুরুতর জখম বাবা। পরিবারের বড় ছেলে ও প্রতিবেশীদের একাংশের অভিযোগ, কেউ বা কারা রাতে বাড়িতে আগুন লাগিয়ে দেয়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের বোলপুর থানার অন্তর্গত রজতপুর গ্রামে। তদন্ত শুরু করেছে পুলিশ, ডাকা হয়েছে ফরেন্সিক টিমকে

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola