Tmc News: অবশেষে থানায় অভিযোগ দায়ের রাজন্যা হালদারের | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: ছবি বিকৃতির অভিযোগ, অবশেষে থানায় অভিযোগ দায়ের রাজন্যা হালদারের । সোনারপুর থানায় অভিযোগ দায়ের সাসপেন্ডেড TMCP নেত্রীর

আরও খবর....

 IIM জোকার ক্যাম্পাসে মনোবিদ তরুণীকে ধর্ষণের অভিযোগে সরগরম রাজ্য। রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। আর সেই আবহে সংবাদমাধ্যমে মুখ খুললেমন নির্যাতিতার বাবা। কিন্তু মেয়ে ধর্ষণের শিকার হননি, কোনও অত্যাচার হয়নি বলে দাবি করলেন তিনি। যদিও হরিদেবপুর থানা একজনকে গ্রেফতার করেছে ইতিমধ্যেই। (IIM Joka Case)

শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন নির্যাতিতার বাবা। মেয়ের সঙ্গে কথা হয়েছে কিনা জানতে চাইলে বলেন, "হ্যাঁ কথা বসেছি। ও বলেছে, না আমাকে কেউ অত্যাচারও করেনি, খারাপ ব্যবহারও করেনি।" কিন্তু ধর্ষণের অভিযোগেই তো একজনকে গ্রেফতার করেছে পুলিশ? জবাবে নির্যাতিতার বাবা বলেন, "আমি আর জানি না অত।" তাঁরা তাহলে আর কী চান? নির্যাতিতার বাবা বলেন, "আমরা আর কী চাইব। আমার মেয়েকে ফিরে পেয়েছি। আমার মেয়ে নর্মাল।" (IIM Joka Physical Assault Case)

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola