Raju Jha Murder: শক্তিগড়ে রাজু ঝা খুনের ঘটনায় CBI-কে তদন্তভার দিল হাইকোর্ট। ABP Ananda Live
Continues below advertisement
শক্তিগড়ে রাজু ঝা খুনের (Raju Jha Murder) ঘটনায় সিবিআইকে (CBI) তদন্তভার দিল হাইকোর্ট (High Court)। চার মাসের মধ্যে তদন্ত শেষ করে হাইকোর্টে রিপোর্ট পেশের নির্দেশ। খুনের সময় গাড়িতে থাকা আরেক ব্যক্তি আব্দুল লতিফ কয়লা পাচারে অভিযুক্ত। আব্দুল লতিফের নাম সিবিআইয়ের চার্জশিটেও রয়েছে। 'আদালত মনে করছে এই খুন ও কয়লা পাচার একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত'। তাই সিবিআই তদন্তের নির্দেশ। দ্রুত রাজ্যকে নথি হস্তান্তরের নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। গত ১ এপ্রিল খুন হয়েছিলেন রাজু ঝা।
Continues below advertisement