Anant Roy: ৯ মাসেই মোহভঙ্গ, বিজেপির বিরুদ্ধে বিষোদগার রাজ্যসভার সাংসদ অনন্ত রায়ের | ABP Ananda LIVE
Continues below advertisement
BJP News: ৯ মাসেই মোহভঙ্গ, বিজেপির (BJP) বিরুদ্ধে বিষোদগার রাজ্যসভার (Rajya Sabha) সাংসদ অনন্ত রায়ের। 'বিজেপি আমায় ডাস্টবিনের মতো ফেলে রেখেছে'। 'রাজ্যের কোনও বিজেপি নেতা যোগাযোগ করেন না'। 'অমিত শাহ বলে দিয়েছেন, গ্রেটার কোচবিহার কেন্দ্রশাসিত অঞ্চল হবে না'।
Continues below advertisement