Dilip Ghosh: রামমন্দিরের উদ্বোধন হল মেদিনীপুরে, উদ্বোধন ঘিরে শুরু তরজা। ABP Ananda Live
Continues below advertisement
Ram Mandir: অযোধ্যায় রামমন্দির (Ayodhya Ram Temple) উদ্বোধনের আগেই রামমন্দিরের উদ্বোধন হল মেদিনীপুরে (Midnapore)। মেদিনীপুর পুরসভার উদ্যোগে গাঁধীঘাট এলাকায় উদ্বোধন হল রাম-সীতা মন্দিরের। অযোধ্যার আগেই মেদিনীপুরে রামমন্দির উদ্বোধন ঘিরে শুরু তরজা। যাঁরা অযোধ্যার রামমন্দিরের বিরোধিতা করেছেন, তাঁরাই মেদিনীপুরে রামমন্দির করেছেন, খোঁচা দিলীপ ঘোষের (Dilip Ghosh)। আর কি দিলীপ ঘোষের একার? পাল্টা প্রশ্ন তৃণমূল বিধায়ক জুন মালিয়ার (June Malia)।
Continues below advertisement