Alombazar Math: আলমবাজার মঠের দায়িত্ব নিতে চলেছে রামকৃষ্ণ মঠ ও মিশন কর্তৃপক্ষ | ABP Ananda Live
Continues below advertisement
Alombazar Math: আলমবাজার মঠ। ঐতিহ্যগতভাবেই রামকৃষ্ণ মঠ (Ramkrishna Math) ও মিশনের (Ramkrishna Mission) কাছে যার গুরুত্ব অপরিসীম। স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) স্মৃতিধন্য। সেই আলমবাজার মঠের দায়িত্ব নিতে চলেছে রামকৃষ্ণ মঠ ও মিশন কর্তৃপক্ষ। আগামী শনিবার আনুষ্ঠানিকভাবে তার প্রক্রিয়া সম্পন্ন হবে।
Continues below advertisement