UPSC: স্কুলের ফাঁকে দিনমজুরের কাজ, আটবারের চেষ্টায় সিভিল সার্ভিস | ABP Ananda LIVE

Continues below advertisement

দেশের প্রশাসনিক স্তরে সেরা পরীক্ষা মানা হয় যাকে সেই সিভিল সার্ভিস পরীক্ষায় নির্বাচিত হয়েছেন তিনি। তাও এক-আধবার নয়। দীর্ঘ আটবারের প্রচেষ্টায়।  ৩৪ বছর বয়সী রাম ভজন। কর্মরত দিল্লি পুলিশের সাইবার সেল পুলিশ স্টেশনে। মঙ্গলবার UPSC সিভিল সার্ভিসের ফল বের হওয়ার পর দেখেন সর্বভারতীয় স্তরে ৬৬৭ র্যাঙ্ক করেছেন তিনি।  কঠোর পরিশ্রমে বিশ্বাস রেখেই এই সাফল্য। বলছেন রাম ভজন। তাঁর লড়াই অনুপ্রাণিত করবে অনেককেই। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram