Ramnabami: রামনবমীর মিছিলের আগে রিষড়া জুড়ে কড়া নিরাপত্তা, পুলিশে পুলিশে ছয়লাপ
ABP Ananda Live: উত্তর দিনাজপুরের ইসলামপুরে রামনবমীর মিছিল। রামনবমী উদ্যাপন সমিতি ও বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে ইসলামপুর শহরজুড়ে ৬ কিলোমিটার র্যালি। কড়া পুলিশি নিরাপত্তা, গতকাল পুলিশ রুটমার্চ করেছে। বিহার থেকে ইসলামপুরে ঢোকার রাস্তায় নাকা তল্লাশি চলে। আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে মেরুকরণের রাজনীতি যখন প্রকট হচ্ছে, সেই আবহেই সাম্প্রদায়িক সম্প্রীতির অভূতপূর্ব ছবি উঠে এল মালদা থেকে। রামনবমী উদযাপন সমিতির তরফে বের হওয়া রামনবমীর শোভাযাত্রায় সেখানে পুষ্পবৃষ্টি করলেন মুসলিমরা। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের মিষ্টিমুখও করালেন স্থানীয় মুসলিম বাসিন্দারা। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরাও এগিয়ে এলেন সম্প্রীতির বার্তা দিতে। পরস্পরকে আলিঙ্গন করলেন, মিষ্টিমুখ করালেন তাঁরা। এদিন মালদা শহরে অস্ত্রহাতে, ডিজে বাজিয়ে শোভাযাত্রা বের হয়। রামনবমী উদযাপন সমিতির শোভাযাত্রার আয়োজন করে। হাতে গেরুয়া ধ্বজা, মুখে জয় শ্রীরাম স্লোগান তুলে মিছিলে অংশ নেন দলে দলে মানুষ। যে রাস্তা দিয়ে শোভাযাত্রা এগোয় সেখানে একটি বিরাট মালা তৈরি করা হয়েছিল, যা দেখতে ছিল একেবারে ভারতবর্ষের মানচিত্রের মতো। ফোয়ারামোড়ে শোভাযাত্রা যখন রাস্তা ধরে এগোয়, দুই পাশে বেশ কিছু স্টল দেখা যায়, যার উপরে একটি ব্যানারে লেখা ছিল, 'ভ্রাতৃ্বের বন্ধনে আমরা'। মালদা শহর মুসলিম কমিটির তরফে ওই আয়োজন করা হয়। (Malda News)