Ramnavami:'সনাতনীদের ওপর যে অত্যাচার চলছে সেই অত্যাচার বন্ধ হোক',রামনবমীর মিছিল থেকে বার্তা অর্জুনের
ABP Ananda Live: কাঁকিনাড়ায় রামনবমীর মিছিলে অর্জুন সিংহ। পশ্চিমবঙ্গে সনাতনীদের ওপর যে অত্যাচার চলছে সেই অত্যাচার বন্ধ হোক: অর্জুন ।
হাইকোর্টের অনুমতিতে রামনবমী উপলক্ষ্যে হাওড়ায় জোড়া র্যালি। শিবপুরের কাজিপাড়ার নরসিংহ মন্দির থেকে সকালে অঞ্জনিপুত্র সেনার মেগা র্যালি। মিছিলে থাকার কথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। মিছিল কাজিপাড়া থেকে শুরু হয়ে জিটি রোড ধরে শিবপুর সন্ধ্যাবাজার হয়ে যাবে হাওড়া ময়দানে। পুলিশে ছয়লাপ গোটা এলাকা। দুপুর ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত মিছিলের অনুমতি পেয়েছে বিশ্বহিন্দু পরিষদও। হাইকোর্টের নির্দেশ, দুই সংগঠনের ৫০০ জন করে মোট ১ হাজার লোক নিয়ে মিছিল করা যাবে। মিছিলে প্রত্যেক অংশগ্রহণকারীর নাম ও পরিচয়পত্র দিতে হবে পুলিশকে।
অস্ত্র হাতে রামনবমীর মিছিল ! পুলিশের চোখে পড়তেই..
সিউড়িতে রামনবমীর মিছিল থেকে অস্ত্র বাজেয়াপ্ত করল পুলিশ। সিউড়ির শুঁড়িপাড়াতে হিন্দু জাগরণ মঞ্চের শোভাযাত্রায় অস্ত্র হাতে নাবালকদের মিছিল, অস্ত্র বাজেয়াপ্ত পুলিশের। তবে শুধু, সিউড়ি নয়, উত্তর ২৪ পরগনার বারাসাত, মুর্শিদাবাদের বহরমপুরেও দেখা গিয়েছে অস্ত্র হাতে মিছিল।