West Bengal News : প্রায় ৩০০ বছরের পুরনো জীর্ণ রামজিউ মন্দিরের সংস্কারের দাবি তুলছেন স্থানীয়রা
ABP Ananda LIVE : রামনবমী উদযাপন ঘিরে শাসক-বিরোধী তৎপরতা তুঙ্গে। এই আবহে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের রামবাগে প্রায় ৩০০ বছরের পুরনো জীর্ণ রামজিউ মন্দিরের সংস্কারের দাবি তুলছেন স্থানীয়রা। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
অন্যদিকে, আজ রামনবমী। তার আগে কলকাতায় নিরাপত্তা খতিয়ে দেখে কড়া বার্তা দিলেন পুলিশ কমিশনার। ড্রোন, সিসিটিভিতে নজরদারির পাশাপাশি রাস্তায় নেমে নিরাপত্তা সামলাবেন ৬ জন অতিরিক্ত পুলিশ কমিশনার এবং ৫ জন যুগ্ম কমিশনার। থাকছে Heavy Radio Flying Squad। আইন না মানলে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছেন মনোজ ভার্মা।
শনিবার হাওড়ার সাঁকরাইলে মিছিলে দেখা গেল অস্ত্র। অন্যদিকে বেলদায় রামনবমীর অনুষ্ঠানে যোগ দেন মেদিনীপুরের প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। রানাঘাটে রামনবমীর কর্মসূচিতে শুভেনদু অধিকারীর যোগ দেওয়ার আগেই পড়ল গো ব্যাক পোস্টার। যার পর তৃণমূল ও পুলিশকে কড়া আক্রমণ করলেন বিরোধী দলনেতা। বিজেপির বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ করেছে তৃণমূল।