Rampurhat Fire: তদন্ত শেষ হতে দিন, জল আর দুধ আলাদা হয়ে যাবে : ফিরহাদ।Bangla News

Continues below advertisement

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রামপুরহাট পরিদর্শনের পরে ফিরহাদ হাকিম(Firhad Hakim) বলেন, "সিটের তদন্ত শেষ হতে দিন, জল আর দুধ আলাদা হয়ে যাবে। আমরা তদন্তের রিপোর্টের অপেক্ষা করছি।" তিনি আরও বলেন, "ব্লক সভাপতি সবসময় এলাকা শান্ত রাখার নির্দেশ দেবেন। তার মানে এই নয় সেই কথা সবাই মানবে। ব্লক সভাপতি একটা নির্দিষ্ট দলের। এবং আমাদের দল (TMC) চায় শান্তি শৃঙ্খলা বজায় থাকুক। কিন্তু তারপরেও ষড়যন্ত্র হবে। ব্লক সভাপতির কথা যাতে অমান্য করে অশান্তি হয়, তা আমার বিরোধী ভাইরা সব সময় চাইবে।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram