Rampurhat Fire: 'ঘটনা ধামাচাপা দিতেই সিট গঠন সরকারের', অভিযোগ মহম্মদ সেলিমের । Bangla News

SIT মানে হল Suppression of Information and Truth, সাংবাদিক বৈঠকে বললেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md. Salim)। রামপুরহাট অগ্নিকাণ্ডের বিষয়ে তিনি আরও বলেন, বেআইনিভাবে বালি খাদান, কয়লা খাদান থেকে টাকা কামাচ্ছে সরকারি উচ্চ পদস্থ অফিসাররা। আজ তাঁরা আক্রান্ত হচ্ছেন যাঁরা আদতে আক্রমণের হাত থেকে বাঁচার জন্যে গিয়ে সরকার পক্ষে ‌যোগ দিয়েছিলেন। সিট গঠন হয়েছে, ‌যারা গোটা ঘটনাটিকে ধামাচাপা দেবেন। আর কিছু হবে না।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola