
Rampurhat News: জল ঢুকে বিকল এক্স রে মেশিন, রোগী দুর্ভোগ চরমে, কী বললেন রোগী পরিজনেরা ? | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে জল ঢুকে ফের বিকল এক্স রে মেশিন । ড্রেনের জল ঢুকে গিয়ে ৬ দিন ধরে বন্ধ জরুরি বিভাগের ডিজিটাল এক্স রে রুম । ডিজিট্যাল এক্স রে রুমে জল থই থই । ঘরের বাইরে টাঙানো রয়েছে পোস্টারও। ঘর পর্যন্ত এসেও পোস্টার দেখেই তাই ফিরে যেতে হচ্ছে জরুরি বিভাগের রোগীদের
দক্ষিণ ২৪ পরগনায় বেলাগাম দুষ্কৃতী-রাজ !
বজবজে বোমাবাজির পর ক্যানিংয়ে প্রচুর পরিমাণ কার্তুজ উদ্ধার । ক্যানিংয়ের জীবনতলায় ১৯০ রাউন্ড কার্তুজ উদ্ধার । 7 MM পিস্তলের ১৯০ রাউন্ড কার্তুজ উদ্ধার। ৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের। একটি ডবল ব্যারেল বন্দুকও উদ্ধার। কলকাতা থেকে অস্ত্র-গুলি নিয়ে যাওয়া হয়েছিল, পুলিশ সূত্রে খবর।
অরক্ষিত এটিএমে সাইবার জালিয়াতির অভিযোগ । গতরাতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যাদবপুর স্টেডিয়াম ব্রাঞ্চে 'জালিয়াতি' । অভিযোগ, এটিএমে কার্ড ইনসার্ট করতেই তা লক হয়ে যায় । বাধ্য হয়ে, এটিএমের গায়ে লেখা হেল্পলাইন নম্বরে ফোন করেন গ্রাহকরা । অভিযোগ, কার্ড আনলক করার জন্য, হেল্পলাইন থেকে বলা হয়, পিন নম্বর দিয়ে ক্যানসেল বাটন প্রেস করতে । অভিযোগ, সেই পদ্ধতি মেনে এগনোর পরই ধাপে ধাপে অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় মোটা অঙ্কের টাকা । SBI-এর ব্যাঙ্ক লাগোয়া এটিএমে দুই গ্রাহকের দেড় লক্ষ টাকার বেশি জালিয়াতির অভিযোগ । সার্ভে পার্ক থানায় দায়ের হয়েছে অভিযোগ