Ranaghat News: স্কুলে ঢুকে প্রধান শিক্ষিকাকে হেনস্থা ! অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে
ABP Ananda LIVE: রানাঘাটে স্কুলে তৃণমূল কাউন্সিলরের 'দাদাগিরি' । স্কুলে ঢুকে প্রধান শিক্ষিকাকে হেনস্থার অভিযোগ গতকাল ঘটনাটি ঘটেছে রানাঘাটের লালগোপাল উচ্চ বালিকা বিদ্যালয়ে । অভিযুক্ত পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দীপ দত্তর বিরুদ্ধে । রানাঘাট থানা ও পুরপ্রধানকে লিখিত অভিযোগ শিক্ষিকার । পথ কুকুরদের খাওয়ানো নিয়ে স্থানীয়দের আপত্তির জেরে স্কুলে চড়াও শাসক কাউন্সিলর । স্কুলে ঢুকে তিনি প্রধান শিক্ষিকার সঙ্গে তিনি উচ্চৈস্বরে বাগবিতণ্ডা করেন, হুমকি দেন বলে অভিযোগ নির্দিষ্ট জায়গায় পথ কুকুরদের খাওয়ানোর কথা বলেছি, হুমকি দিইনি, দাবি কাউন্সিলরের । প্রধান শিক্ষিকার সঙ্গে উচ্চস্বরে বাকবিতণ্ডা ও হুমকিমূলক আচরণ করেন বলে অভিযোগ। কথাবার্তায় উত্তাপ ছড়ালেও তা হেনস্থার পর্যায়ে গিয়ে পৌঁছয়নি, দাবি পুরপ্রধানের
আরও খবর...
কসবা গণধর্ষণকাণ্ডের প্রেক্ষিতে, কলেজের ইউনিয়ন রুমগুলোতে তালা মেরে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের এই নির্দেশকে হাতিয়ার করে সুর চড়িয়েছে বিরোধীরা। SFI-এর কটাক্ষ, ইউনিয়ন রুমে তৃণমূলের স্বঘোষিত ছাত্রনেতারা, দাদাগিরি করছে, টাকা রোজগার করছে। পাল্টা TMCP -র রাজ্য সভাপতির দাবি - ইউনিয়ন রুম কখনও রাজনৈতিক দলের হয় না।