Ranaghat News: রানাঘাটে তৃণমূলের পিকনিকে BDO ! ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: নদিয়ার রানাঘাটে তৃণমূলের মহিলা কর্মীদের পিকনিকে BDO-র উপস্থিতি ঘিরে বিতর্ক। উত্তরীয় পরে, সম্বর্ধনা নিতেও দেখা যায় BDO-কে। ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়। বিজেপির কটাক্ষ, শাসকদলের সঙ্গে প্রশাসনের যোগসাজশে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। গুরুত্ব নারাজ তৃণমূল। BDO-র সাফাই, পঞ্চায়েত সমিতির সভাপতির অনুরোধে বনভোজনে যান, এর সঙ্গে রাজনীতির যোগ নেই।
তৃণমূলের মহিলা কর্মীদের পিকনিক। সেখানে হাজির রানাঘাট ১-এর BDO..BDO-কে উত্তরীয় পরিয়ে, হাতে ফুলের তোড়া দিলেন যুব তৃণমূল নেতা। ভাইরাল হয়েছে, রানাঘাট ১-এর BDO জয়দেব মণ্ডলের সঙ্গে শাসকদলের নেতাদের এই ছবি। বুধবার, রানাঘাটের আনুলিয়া অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের পিকনিক ছিল। সেখানেই হাজির হন রানাঘাট ১ -এর BDO জয়দেব মণ্ডল। সঙ্গে ছিলেন রানাঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ ঘোষ। শুধু পিকনিকে হাজির থাকাই নয়, যুব তৃণমূল নেতা তারক ঘোষের হাত থেকে সম্বর্ধনা নিতেও দেখা যায় BDO-কে। এ-নিয়ে বিতর্ক তৈরি হতেই সাফাই দিয়েছেন BDO.... যে যুব তৃণমূল নেতা তারক ঘোষের থেকে সম্বর্ধনা নিয়েছেন BDO, তিনি ২০২৩-এর পঞ্চায়েত ভোটের আগে দু’-দু’বার গ্রেফতার হন। দলেরই নেতা-কর্মীদের মারধরের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে এক মহিলাকে ধর্ষণের অভিযোগে দ্বিতীয়বার গ্রেফতার হন তারক। এই নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।