Suvendu Adhikari: রামনগরে বিজেপির তেরঙ্গা বাইক র‍্যালিতে পুলিশি বাধা, আদালতে যাবেন শুভেন্দু

Continues below advertisement

স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে আজাদি কি অমৃত মহোত্সব ও হর ঘর তিরঙ্গা কর্মসূচির উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী। জাতীয় পতাকা উত্তোলন করেন বিরোধী দলনেতা। এরপর বাজকুলে বাইক র‍্যালির পর নরঘাটে পদযাত্রায় যোগ দেন শুভেন্দু অধিকারী।

অন্যদিকে, রামনগরে বিজেপির তেরঙ্গা বাইক র‍্যালি আটকায় পুলিশ। বাইক মিছিল করে রামনগর থেকে পটাশপুর যাওয়ার কথা ছিল বিজেপি কর্মীদের। অনুমতি না থাকায় রামনগরে আটকানো হয় বলে দাবি পুলিশের।

এর আগে গতকাল নন্দীগ্রামের তেখালি থেকে রেয়াপাড়া পর্যন্ত ১৮ কিলোমিটার মিছিল করার কথা ছিল শুভেন্দু অধিকারীর। কিন্তু, পুলিশ বাইক র‍্যালির অনুমতি না দেওয়ায়, মিছিল না করেই ফিরে যান বিরোধী দলনেতা। ওই ঘটনায় ১৬ অগাস্ট আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন শুভেন্দু।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram