Mamata Banerjee : 'আপনি কি বিরোধী জোটের নেতৃত্ব দিতে চলেছেন?',মমতাকে প্রশ্ন রনিলের
নরেন্দ্র মোদির বিরুদ্ধে, INDIA জোটের মুখ কে হবেন, তা এখনও চূড়ান্ত করতে পারেনি বিরোধীরা। বুধবার দুবাই বিমানবন্দরে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে দেখা হতেই, শ্রীলঙ্কার প্রেসিডেন্স রনিল বিক্রমসিঙ্ঘে বললেন, আপনি কি বিরোধী জোটের নেতৃত্ব দিতে চলেছেন? উত্তরে তৃণমূলনেত্রী বললেন, এটা মানুষের ওপর নির্ভর করছে। অপজিশনও, পজিশনে আসতে পারে।