Rare Fish: জালে রঙিন পাখনাওয়ালা মাছ! নাকাশীপাড়ার বেথুয়াডহরির বাজারে শোরগোল

Continues below advertisement

জালে রঙিন পাখনাওয়ালা মাছ ! নাকাশীপাড়ার বেথুয়াডহরির বাজারে শোরগোল। কার্যত হুড়োহুড়ি। আর পাঁচটা দিনের মতোই গঙ্গায় জাল ফেলেছিলেন দীপঙ্কর রাজবংশী। কিন্তু জাল বেছে দেখার সময়ই চক্ষু চড়কগাছ। দেখতে অবিকল কাতলার মতো হলেও মাছের বড় বড় রঙিন পাখনা দেখে কিছুটা ভয়ই পেয়ে যান তিনি। যদিও ভয়ের রেশ কাটিয়ে জালে ওঠা বিরল প্রজাতির মাছের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিয়ে নিয়ে আসেন  বেথুয়াডহরির বাজারে। আর রঙিন পাখনাওয়ালা যে মাছ দেখতে জমে যায় ভিড়। বেশ কয়েকজন উৎসাহী মাছের দরদাম করতে এগিয়েছিলেন। তবে তাঁদের মুখের ওপর দীপঙ্কর সাফ জানিয়ে দেন, বিক্রি করতে নয়। এই বিরল প্রজাতির মাছ সবাইকে দেখাতেই বাজারে এনেছেন। যেখানে জাল ফেলে মাছটি পেয়েছিলেন, সেই পাটুলি গঙ্গাতেই মাছটিকে ফের ছেড়ে দেবেন বলেই জানান জেলে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram