Nadia: পঞ্চায়েত ভোটের আগে'রাস্তায় কাউন্সিলর' কর্মসূচি শুরু করেছেন কাউন্সিলর | ABP Ananda LIVE
সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনতে 'রাস্তায় কাউন্সিলর' কর্মসূচি শুরু করেছেন, নদিয়ার (Nadia) চাকদা (Chakdah) পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর (TMC Councillor)। বাসিন্দারা খুশি হলে, বিজেপির (BJP) দাবি, পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগে তৃণমূলনেত্রীর নজরে আসতে নাটক করছেন কাউন্সিলর।