Rath Yatra at Mahishadal: ১৭ চূড়া থেকে পরিবর্তিত হয়ে ১৩ চূড়ার রথ মহিষাদলের, জেনে নিন ইতিহাস
মহিষাদলের রাজবাড়িতে রথযাত্রা এবার পড়ল ২৪৬তম বছরে। গত দু’বছর করোনার কারণে রথের চাকা গড়ায়নি। পালকিতে করেই রথের কাছে গিয়ে সেই পালকিতে করেই মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয় জগন্নাথদেব ও মদনগোপাল জিউয়ের বিগ্রহকে। মহিষাদলের রাজবাড়ির কুলদেবতা মদনগোপাল জিউ। এখানে রথে তোলা হয় জগন্নাথদেব ও মদনগোপাল জিউয়ের বিগ্রহকে। বলরাম, সুভদ্রার বিগ্রহকে রথে তোলা হয় না। আজ সকালে পুজো হয়। দুপুরে হবে রথযাত্রা। ভক্তদের সমাগম হয়েছে মহিষাদল রাজবাড়ির চত্বরে।
Tags :
Jagannath Rath Yatra Puri Rath Yatra Mahishadal Jagannath Rath Yatra 2022 Rath Yatra 2022 Rath Yatra 2022 Significance Jagannath Rath Yatra Rituals Rath Yatra 2022 Schedule Jagannath Rath Yatra Booking Jagannath Rath Yatra History Rath Yatra Mahishadal Roth